মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৩-২৪ চক্রে (জানুয়ারি/২০২৩ হতে ডিসেম্বর/২০২৪) মেয়াদে ২ বছরের পরিবর্তে ২ বছর ৬ মাস
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “জেন্ডার রেসপন্সিভ ইনক্লুসিভ (জিআরআই)” প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে মোট ৮০,০০০ টাকা বরাদ্দ প্রাপ্ত হয়ে উপজেলার নির্বাচিত কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলার নির্ধারিত ভাতাভোগীদের ডিজিটাল পদ্ধতিতে ভাতা বিতরণ নিশ্চিতকরণে ওটিপি সরবরাহের জন্য কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়া, প্রাপ্ত বরাদ্দের বিপরীতে উপযুক্ত কার্যক্রম নির্ধারণ পূর্বক নির্ধারিত সময়ে এবং নির্বাচিত কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিতকরণ প্রয়োজন।
এ প্রসঙ্গে গত ২৫/০৫/২০২৪ তারিখে অনুষ্ঠিত সভায়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের এর সমন্বয়ে গঠিত কমিটির সদস্য সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্ধারিত কার্যক্রম অনুযায়ী নির্বাচিত উপজেলার জন্য অতিরিক্ত বরাদ্দ অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, এই বরাদ্দ শুধু নির্বাচিত উপজেলাসমূহের জন্য প্রযোজ্য হবে।
সিদ্ধান্ত অনুযায়ী ৩০/০১/২০২৫ তারিখ হতে সার্টিফিকেট প্রদান করা হবে। জিআরআই কার্যক্রমের উপজেলাসমূহের নির্বাচন প্রক্রিয়া সুসম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়। এ ক্ষেত্র জুন/২০২৫ এর মধ্যে নতুন উপজেলার নির্বাচিত কার্যক্রম সম্পন্ন করে দাখিল করতে হবে।
উল্লেখ্য যে, সঠিক উপকারভোগী নির্বাচনের স্বার্থে নির্বাচনে প্রাপ্ত ফলাফল মান নিশ্চিতকরণ এবং নির্বাচনে ইন্টারনেট ও এসএমএস ভিত্তিক কাজের উপর পর্যাপ্ত সময় নিয়ে নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করতে হবে (আবেদন জমা, প্রাথমিক তালিকা তৈরি, বিভিন্ন কর্তৃপক্ষ কর্তৃক যাচাই-বাছাই, উপজেলাসমূহের স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য, অধিদপ্তর নির্ধারিত পদ্ধতি)। সংশ্লিষ্ট বিষয়ে কার্যক্রমে দিকনির্দেশনার জন্য অনুরোধ রইল।
যেহেতু জিআরআই চেক ক্যাশলেস সরকারি ডিজিটাল পদ্ধতিতে ২ বছরের মেয়াদি ট্র্যাক (জুলাই/২০২৩-ডিসেম্বর/২০২৪) বাস্তবায়িত হচ্ছে, কিন্তু কার্যক্রম বরাদ্দ অর্ধবার্ষিক ভিত্তিক (জুলাই-ডিসেম্বর) প্রদান করা হয়। জিআরআই কার্যক্রমে মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর ও প্রজেক্ট ডিরেক্টর এর যৌথ অনুমোদন ও প্রযোজ্য অন্যান্য সরকারি বিধিমালা অনুযায়ী অর্থ বরাদ্দ নিশ্চিতপূর্বক উপজেলাসমূহের কার্যক্রম নির্বাচন করা আবশ্যক।
বর্তি বিষয়ে ২০২৩-২০২৪ চক্র (জুলাই/২০২৩ হতে ডিসেম্বর/২০২৪) মেয়াদ ২ বছরের মধ্যে ২ বর্ষের কার্যক্রম (জুলাই/২০২৩ হতে জুন/২০২৫) এর মধ্যে প্রক্রিয়াগত কাজ বাস্তবায়ন ও নির্ধারণ করা যাবে।
এমতাবস্থায়, উপরে প্রদত্ত সদ্য অনুমোদিত পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
Post a Comment
0Comments