২৩-২৪ চক্রে ২ বছরের পরিবর্তে ২ বছর ৬ মাস (জানুয়ারি/২৩ হতে জুন/২৫) পর্যন্ত সময় বৃদ্ধিকরন |
২৩-২৪ চক্রে ২ বছরের পরিবর্তে ২ বছর ৬ মাস (জানুয়ারি/২৩ হতে জুন/২৫) পর্যন্ত সময় বৃদ্ধিকরন |
Video Description-
বিষয়: “ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)” কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি
এবং পরবর্তী চক্র নির্ধারণ প্রসঙ্গে।
“ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)” কার্যক্রমটি মহিলা বিষয়ক অধিদপ্তর
কর্তৃক বাস্তবায়নাধীন একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কার্যক্রম।
২০২৩-২০২৪ চক্রে উক্ত কার্যক্রমের সময়কাল পূর্বে জানুয়ারি ২০২৩ হতে
ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ২ (দুই) বছর মেয়াদে নির্ধারিত ছিল।
বর্তমানে বাস্তবতার পরিপ্রেক্ষিতে উক্ত সময়সীমা ৬ (ছয়) মাস বৃদ্ধি করে
জানুয়ারি ২০২৩ হতে জুন ২০২৫ পর্যন্ত মোট ২ (দুই) বছর ৬ (ছয়) মাস মেয়াদে
কার্যক্রমটি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়াও, পরবর্তী চক্রের সময়সীমা জুলাই ২০২৫ হতে জুন ২০২৭ পর্যন্ত ২ (দুই)
বছর মেয়াদে নির্ধারণের প্রস্তাবনা করা হলো।
উল্লেখযোগ্য বিষয়:
সময় বৃদ্ধির এই প্রস্তাব বাস্তবায়নের ফলে উপকারভোগীদের মধ্যে সেবা
প্রদানে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে।
প্রশাসনিক কার্যক্রম ও বাজেট বরাদ্দ পরিকল্পনার বিষয়েও সময়ানুযায়ী
ব্যবস্থা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।

Post a Comment
0Comments