সুবর্ণ নাগরিক কার্ড কী?
সুবর্ণ নাগরিক কার্ড হলো প্রতিবন্ধী পরিচয় পত্র। আমাদের সকলের যেমন জাতীয় পরিচয় পত্র রয়েছে। তেমনি প্রতিবন্ধীদের পরিচয়ের জন্য একটি কার্ড প্রয়োজন হয়। যে কার্ডটি সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক ভেরিফাই করা হয়। এই কার্ডটি দ্বারা এটাই বুঝায় আপনি একজন প্রতিবন্ধী। সুতরাং আপনাকে যদি প্রতিবন্ধী হিসেবে পরিচয় দিতে হয় তাহলে এই কার্ডটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই কার্ডটি ছাড়া আপনি প্রতিবন্ধী কিনা সেটা অফিসিয়ালি বিবেচনা করবে না৷ এছাড়াও আপনি যখন প্রতিবন্ধী ভাতা জন্য আবেদন ২০২২ করবেন তখন এই কার্ডটি আপনার কাজে লাগবে। তাই অপেক্ষা না করে আজই এই কার্ডের জন্য আবেদন করে ফেলুন অনলাইনে।
সুবর্ণ নাগরিক কার্ড আবেদন ২০২৩ করতে কি কি লাগবে?
বর্তমান বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ২৪২৯.১৮ কোটি টাকা। যা প্রদান করা হবে ২৩ লক্ষ ৬৫ হাজার প্রতিবন্ধীকে। প্রতি মাসে একজন প্রতিবন্ধী পাবেন 850 টাকা করে। আপনি যদি নতুন করে এই প্রতিবন্ধী ভাতা পেতে চান তাহলে আপনাকে সুবর্ণ নাগরিক কার্ড এর জন্য আবেদন করতে হবে। (প্রতিবন্ধী পরিচয় পত্র)। এরপর আপনি চাইলে এই ভাতার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। এই নাগরিক কার্ডের জন্য আবেদন করতে হলে আপনার কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে।
নিম্নে তা প্রদান করা হলো:
- *প্রতিবন্ধী ব্যক্তির জন্ম নিবন্ধন কার্ড (অবশ্যই অনলাইনে হতে হবে)
- *পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্র
- *সিগনেচার অথবা টিপ সই দিতে হবে
এই তিনটি ডকুমেন্ট থাকলে আপনি এই কার্ড এর জন্য আবেদন করতে পারবেন মোবাইল দিয়ে। যদি আপনার এই কার্ডটি থেকে থাকে তাহলে আপনি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারেন৷

Post a Comment
0Comments