বিনামূল্যে আবেদন করবেন ভিজিডির

Opu Rayhan
By - Opu Rayhan
0

আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই

ভিজিডি বিনামূল্যে আবেদন করতে চাইলে নিম্নের তথ্য গুলা আমাকে দিবেন

 

 ভিজিডি কার্ডের জন্য ইউনিয়ন পর্যায়ে যা যা লাগবে:

যোগ্যতার শর্ত:

1. আবেদনকারী নারী হতে হবে (সাধারণত বিবাহিত, বিধবা, স্বামী পরিত্যক্তা, অথবা প্রতিবন্ধী নারী)।


2. পরিবারের কোনো সদস্যের আয় নেই বা অতি নিম্ন আয়ের পরিবার।


3. কোনো জমি নেই বা অল্প জমির মালিক (সাধারণত ১০ শতাংশের কম)।


4. অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী না হওয়া।




---

প্রয়োজনীয় কাগজপত্র:

1. জাতীয় পরিচয়পত্র (NID) – মূল ও ফটোকপি।


2. এক কপি পাসপোর্ট সাইজ ছবি।


3. নিবাস সনদ/চারিত্রিক সনদ – ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত।


4. স্বামী পরিত্যক্তা/বিধবা/প্রতিবন্ধী প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)।


5. আবেদনপত্র – ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে হয় বা চেয়ারম্যান/সদস্য দিয়ে পূরণ করতে হয়।




---

আবেদনের ধাপ:

1. স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করুন।


2. প্রযোজ্য তথ্য ও কাগজপত্রসহ আবেদনপত্র পূরণ করে জমা দিন।


3. ইউনিয়ন পরিষদ কর্তৃক যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থীর তালিকা তৈরি হয়।


4. তালিকা উপজেলা সমাজসেবা অফিসে পাঠানো হয় এবং অনুমোদনের পর কার্ড প্রদান করা হয়।



বিনামূল্যে আবেদন করবেন ভিজিডির

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*