প্রতিবন্ধীদের ভাতা টাকা পাওয়ার জন্য অনলাইনে আবেদন
“প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনারই অবদান”
প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের অনলাইন আবেদন ওয়েবসাইটে আপনাকে স্বাগতম
অনলাইন আবেদনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজনঃ
১. জাতীয় পরিচয় পত্র (১৮ বছরের উর্দ্ধে)/ জন্ম নিবন্ধন (১৮ বছরের নীচে)
২. প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় পত্র (সুবর্ণ নাগরিক কার্ড)
৩. সক্রিয় মোবাইল নম্বর (নগদ/ বিকাশ)
৪. প্রিন্ট করার ব্যবস্থা
জরুরি নির্দেশনাঃ
১। যারা সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ইতিমধ্যে ভাতা পাচ্ছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
২। একজন ব্যক্তি একাধিকবার আবেদন করতে পারবেনা। অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে।
৩। আবেদনকারীর ভাতা প্রাপ্তির বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৪। যে কোনো প্রয়োজনে সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
- প্রতিবন্ধিতার পরিচয় পত্র (সুবর্ণ নাগরিক কার্ড ) প্রাপ্তির জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিম্নরুপ নির্দেশনা অনুসরণ করতে হবে:
- ১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ২. শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে তার অভিভাবক অথবা কোন সংস্থা এই সাইট ব্যবহার করবেন।
- ৩. আবেদনকারীর জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
- ৪. আবেদন ফরম এর মধ্যে আবেদনকারীর স্বাক্ষর এর জায়গায় স্বাক্ষর স্ক্যান করে বসাতে হবে।
- ৫. ভেলিড মোবাইল নম্বর এবং ই-মেইল এড্রেস থাকতে হবে।
- ৬. অনলাইন আবেদন ফরমটি আবেদনকারীর বর্তমান ঠিকানায় সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়ে দাখিল হবে।
- ৭. সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সময় অনুযায়ী ডাক্তারী পরীক্ষার জন্য হাজির হতে হবে।
- ৮. ডাক্তারী পরীক্ষার জন্য হাজির হবার সময় অনলাইন আবেদন ফরম সাবমিটের প্রেক্ষিতে প্রাপ্ত প্রিন্টেড কপি সাথে আনতে হবে।
- ৯. সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় হতে এসএমএস পাওয়ার পর পরিচয় পত্র (আইডি কার্ড) সংগ্রহ করতে হবে।
প্রতিবন্ধিতার পরিচয় পত্র (আইডি কার্ড) প্রাপ্তির ক্ষেত্রে অনলাইনে আবেদনঃ[/caption]Application Link- Click here
অনলাইন আবেদনের সময় সতর্কতার সঙ্গে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন এবং প্রেরণ বাটনে ক্লিক করার পূর্বে ভালো করে যাচাই করে নিন। অসতর্কতার জন্য কোন ভুল অথবা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।
১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক।
২। আবেদনের সময় যদি পেমেন্ট/ অর্থ পরিশোধের বিষয় থাকে তাহলে মোবাইল ব্যাংকিং বা ই-চালানের মাধ্যমে পরিশোধ করুন।
৩। আবেদন ফরমে ছবি (প্রযোজ্য হলে) ও স্বাক্ষর আপলোড করুন এবং যে সব কাগজপত্র আবেদনের সাথে দাখিল করা প্রয়োজন (সাইজ নির্দিষ্ট করে দেয়া হয়েছে ) সেগুলো “সংযুক্ত” অপশনে ক্লিক করে আপলোড করুন।
৪। “অফিস বাছাই করুন” অপশন হতে আবেদনটি যে অফিসে পাঠাতে চান সেই অফিস নির্বাচন করুন।
৫। এরপর ‘প্রেরণ’ বাটনে ক্লিক করুন। “আপনার আবেদনটি সফলভাবে প্রেরণ করা হয়েছে” মর্মে একটি বার্তা আসবে।
৬। আবেদন পাঠানোর পর আপনি একটি প্রাপ্তি স্বীকারপত্র পাবেন। এটি সংরক্ষণ করুন। পরবর্তীতে “আবেদনের সর্বশেষ অবস্থা” বাটনে ক্লিক করে এই নম্বরটি দিয়ে সর্বশেষ অগ্রগতি জানতে পারবেন।
৭। আপনি আবেদন প্রেরণ না করা পর্যন্ত আপনার সিস্টেমে তা খসড়া হিসেবে সংরক্ষিত থাকবে। পরবর্তীতে তা আপনি প্রেরণ করতে পারবেন।
প্রতিবন্ধিতার পরিচয় পত্র ( সুবর্ণ নাগরিক কার্ড ) প্রাপ্তির ক্ষেত্রে
১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে তার অভিভাবক অথবা কোন সংস্থা এই সাইট ব্যবহার করবেন।
৩. আবেদনকারীর জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
৪. আবেদন ফরম এর মধ্যে আবেদনকারীর স্বাক্ষর এর জায়গায় স্বাক্ষর স্ক্যান করে বসাতে হবে।
৫. ভেলিড মোবাইল নম্বর এবং ই-মেইল এড্রেস থাকতে হবে।
৬. অনলাইন আবেদন ফরমটি আবেদনকারীর বর্তমান ঠিকানায় সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়ে দাখিল হবে।
৭. সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সময় অনুযায়ী ডাক্তারী পরীক্ষার জন্য হাজির হতে হবে।
৮. ডাক্তারী পরীক্ষার জন্য হাজির হবার সময় অনলাইন আবেদন ফরম সাবমিটের প্রেক্ষিতে প্রাপ্ত প্রিন্টেড কপি সাথে আনতে হবে।
৯. সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় হতে এসএমএস পাওয়ার পর পরিচয় পত্র (আইডি কার্ড) সংগ্রহ করতে হবে
প্রতিবন্ধিতার পরিচয় পত্র (আইডি কার্ড) প্রাপ্তির জন্য অনলাইনে আবেদনের ফর্ম ডাউনলোড
[caption id="attachment_1559" align="aligncenter" width="670"]
প্রতিবন্ধিতার পরিচয় পত্র (আইডি কার্ড) প্রাপ্তির জন্য অনলাইনে আবেদনের ফর্ম[/caption][caption id="attachment_1560" align="aligncenter" width="1022"]
অসচ্ছল প্রতিবন্ধী ভাতার আবেদন । প্রতিবন্ধী কার্ডের আবেদন ফরম । প্রতিবন্ধী ভাতার আবেদন করার নিয়ম ২০২২[/caption]
[caption id="attachment_1778" align="aligncenter" width="1920"]
প্রতিবন্ধীদের ভাতা টাকা[/caption]
[embed]https://youtu.be/Ww47ZYRZpBg[/embed]

Post a Comment
0Comments