সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স সেইপ ২০২২ | Skills for Employment Investment Program 2022 – SEIP
প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (সম্পূর্ণ বিনামূল্যে)! সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ | Skills for Employment Investment Program – SEIP একটি বিনামূল্যে প্রশক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ বাবদ প্রত্যেক প্রার্থীকে ১০,৮০০/- টাকা ভাতা প্রদান করা হবে। উক্ত কোর্স চলাকালীন সময় (৩মাস) প্রশিক্ষাণার্থীদের প্রতিদিন ১৫০/- টাকা দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশী নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারেবন। বয়সসীমা ১৮-৩৫ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং কিছু কিছু কোর্সে এইচএসসি পাশ
এক নজরে কোর্সটি সম্পর্কে (At A Glance of this free program of SEIP)
- কোর্সের নাম: Skills for Employment Investment Program (SEIP)
- কোর্সের সংখ্যা: বর্তমানে ১৪টি কোর্স।
- কোর্সের ফি: সম্পূর্ণ বিনামূল্যে।
- কোর্সের সময়কাল: ৩ মাস, সপ্তাহে ৫দিন (৬০ দিন), ভিন্নতা থাকতে পারে তাই সার্কুলারে দেখুন।
- আবেদনের যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি বা সমমান পাশ।
- বয়সসীমা: ১৮ – ৩৫ বছর।
- লিঙ্গ: পুরুষ-মহিল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে।
- ভাতা: সর্বোচ্চ ১০,৮০০/- টাকা (দৈনিক ১০০/- টাকা যাতায়াত এবং ৫০ টাকা ফিফিন বাবদ দেয়া হবে)।
- আবেদনের সময়কাল: বিভিন্ন কোর্সের আবেদন সময়কাল ভিন্ন, দয়া করে নিচে থেকে আপনার পছন্দের কোর্সটি থেকে দেখে নিন।
- ক্লাশের সময়সীমা: ক্লাশ শুরুর সময়কাল পরে জানতে পারবেন (তবে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার অনুরোধ থাকবে)।
- চাকরির সুযোগ: প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য (SEIP program details circular 2022 course)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Employment Investment Program (SEIP) এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ পরিচালিত হয়ে আসছে বিগত বেশ কয়েক বছর ধরে।
তারই ধারাবাহিকতায় বর্তমানে আরও জোরদার করা হয়েছে এই ধরণের ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থার। কোর্সগুলো ৩ মাস বা প্রয়োজনে বিশ দিবস এ সম্পন্ন করা হবে।
কিভাবে আবেদন করব? (How to apply SEIP course 2022)
কিছু কিছু প্রশিক্ষণে অনলাইনে বা ডাকযোগে বা সরাসরি আবেদন করার প্রয়োজন হতে পারে। যে কোর্সে যেভাবে নির্দেশাবলী দেয়া হয়েছে সেভাবেই কেবল আগ্রহী প্রার্থীগণকে আবেদন করতে হবে।
প্রশিক্ষণ প্রদানকারী কেন্দ্রসমূহ এবং তার ঠিকানা দেয়া রয়েছে, পাশেই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর থাকলে প্রয়োজনে কল দিতে পারেন।
মনে রাখবেন আবেদনপত্র অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই পৌছাতে হবে।
ফ্রি কোর্স নং- (স্লিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম -SEIP- অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহায়তার স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) এর আওতায় সারাদেশের ৩৪৭টি সরকারি-বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে বিনাখরচে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ভর্তি চলছে।

Post a Comment
0Comments