মাতৃত্বকালীন ভাতা ২০২২-২০২৩ আবেদন

Opu Rayhan
By - Opu Rayhan
0

 

মাতৃত্বকালীন ভাতা ২০২২-২০২৩ আবেদন

 

মাতৃত্বকালীন ভাতা ভোগী হওয়ার শর্তাবলী ২০২২ দরিদ্র, প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন। মোট মাসিক আয় ১৫০০ টাকা নিম্নে। কেবল বসত বাড়ী রয়েছে বা অন্যের জায়গায় বসবাস করে। উপকার ভোগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই ২০১৯ উপকার ভোগীকে অবশ্যই ৫ মাস গর্ভবর্তী থাকতে হবে।

গর্ভবতী ভাতা অনলাইন আবেদন যোগ্যতা ২০২২

গর্ভবতী ভাতা বা দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০১৫ অনুযায়ী বাস্তবায়ন হয়ে থাকে। সে অনুযায়ী আপনি ভাতা পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য নিমোক্ত ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। নিম্নের যোগ্যতা বা অবস্থা বিবেচনা করে আপনাকে ভাতার জন্য নির্বাচন করা হবে।

ক. প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল (যেকোনো একবার)

খ. বয়স কমপক্ষে ২০ বছর বা তার ঊর্ধ্বে

গ. মোট মাসিক আয় ২,০০০/- টাকার নিম্নে

ঘ. দরিদ্র প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন

ঙ. কেবল বসতবাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে

চ. নিজের বা পরিবারের কোনো কৃষি জমি, মৎস্য চাষের জন্য পুকু নেই

ছ. উপকারভোগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই মাসে উপকারভোগীকে অবশ্যই গর্ভবতী থাকতে হবে

জ. প্রথম ও দ্বিতীয় গর্ভের সন্তান গর্ভাবস্থায় বা জন্মের ২ (দুই) বছরের মধ্যে মারা গেলে তৃতীয় গর্ভধারণকালে ভাতা প্রাপ্য হবেন

ঝ. একজন ভাতাভোগী জীবনে একবার ২ (দুই) বছর সময়কালের জন্য মাতৃত্বকাল ভাতা পাবেন

ঞ. কোনো কারণে সন্তানের মৃত্যু হলে অথবা গর্ভপাতের কারণে নির্দিষ্ট চক্র অসম্পূর্ণ থাকলে তিনি পুনরায় গর্ভবতী হলে পরবর্তীতে ২ (দুই) বছরের মাতৃত্ব ভাতা প্রাপ্য হবেন, যদি অন্যান্য শর্ত পূরণ হয়ে থাকে

উপরে বর্ণিত শর্তসমূহের মধ্যে কেউ ক, খ ও ছ সহ কমপক্ষে ৫ (পাঁচ)টি শর্ত পূরণ করলে তার নাম প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং অধিকতর দরিদ্র অগ্রাধিকার পাবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবেদনকারীর তথ্য MIS অনলাইন সফটওয়্যারে এন্ট্রি করবেন।

 

 

ভাতা ভোগী নির্বাচনের আবশ্যকীয় শর্তাবলী

১। ভাতাভােগীর বয়স ২০-৩৫ বছরের মধ্যে হতে হবে।

২। প্রথম অথবা দ্বিতীয় গর্ভাবস্থা হতে হবে।

৩। ভাতাভােগীকে জুলাই/২০২১খ্রিঃ এ ৪-৬ মাসের গর্ভবতী থাকতে হবে।

৪। আবেদন পত্রের সহিত ছবি ৩কপি,নাগরিকত্বের সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।

৫। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অথবা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গর্ভবতী/প্রসুতি প্রত্যয়ন পত্র-১ কপি।

৬। প্রত্যক উপকারভােগীর নিজ পছন্দের ও নিজ নামের ডিজিটাল অনলাইন ব্যাংক/এজেন্ট ব্যাংক/ মােবাইল ব্যাংক হিসাব নম্বর ও  মােবাইল নম্বর অবশ্যই থাকতে হবে।

 

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*