জন্ম সনদ ওয়েবসাইটে ইউজার এবং পাসওয়ার্ড কী ভাবে পাবেন
বিডিআরআইএস সফটওয়ার ব্যাবহারকারী সংক্রান্ত নির্দেশনা
বিডিআরআইএস সফটওয়ার ব্যাবহারকারী সংক্রান্ত নির্দেশনা বিডিআরআইএস সফটওয়ারটি নিরাপত্তার সহিত ব্যবহার করণের জন্য ব্যাবহারকারী সংক্রান্ত নির্দেশনা
১। ইউজার এর নাম ও পাসওয়ার্ড "গোপনীয় " এবং কোনভাবেই share করা যাবে না।
২। প্রতিটি ব্যাবহারকারীকে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।
৩। পাসওয়ার্ড পরিবর্তনের সময় Strong Password ব্যবহার করতে হবে যেমন নম্বর,অক্ষর Capital letter, small letter, ইত্যাদি। নিচে Strong Password কিভাবে দেওয়া যায়, তার কিছু নিয়ম দেওয়া আছে।
৪। অন্য সিস্টেমে ব্যবহৃত কোন পাসওয়ার্ড দেওয়া যাবে না।
৫। পাসওয়ার্ড পরিবর্তনে বা লগইন করতে কোন সমস্যা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উক্ত বিষয়টি অবশ্যই জানাতে হবে।
৬। কর্মস্থল পরিবর্তিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অব্যহতি চেয়ে অবহিত করতে হবে।
৭। বিডিআরআইএস সফটওয়ারটি সম্পূর্ণভাবে ওয়েব ভিত্তিক পাবলিক ডোমেইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং যেকোন সময় যেকোন স্থান থেকে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, স্মার্ট ফোন থেকে ইন্টারনেটের মাধ্যমে প্রবেশ করা যায়, ফলে নিয়মিত এর নিরাপত্তা নিজ দায়িত্তে রাখতে হবে। পাসওয়ার্ড ব্রাউজারে সংরক্ষণ করা যাবে না।
৮। লগইন করা অবস্থায় সিস্টেম খোলা রেখে অন্য কোথাও যাওয়া যাবে না, কাজ শেষে অবশ্যই লগ আউট হতে হবে।
৯। প্রদানকৃত ইউজার আইডি ব্যবহারের মাধ্যমে সংগঠিত যেকোনো কৃত কর্মের জন্য "কৃতকর্ম" সংগঠনের সময়কালে যার অনুকূলে ইউজার আইডি ছিল তিনি উক্ত কর্মের জন্য দায়ী থাকবেন।
১০। জেলা অ্যাডমিন ও উপজেলা অ্যাডমিন নিয়মিত তাঁর অধিক্ষেত্রে জন্ম নিবন্ধন কার্যালয়ের ব্যবহারকারীর লগ নিয়মিত পর্যবেক্ষণ করবেন ও তদানুযায়ী ব্যবস্থা নিতে হবে।
Post a Comment
0Comments